আকাশ স্পোর্টস ডেস্ক:
ইসলামিক স্টেট (আইএস) ইসলামের নাম ব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে । এবার রাশিয়া বিশ্বকাপের আগে ভীতি ছড়াচ্ছে আন্তর্জাতিক এই জঙ্গি গোষ্ঠী। তারা এবার ফুটবল অঙ্গনে রক্ত ঝরানোর ঘোষণা দিয়েছে। লিওনেল মেসি এবং নেইমারের ছবি রক্তাক্ত ছবি দিয়ে বিশ্বকাপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে সন্ত্রাসী সংগঠনটি। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি ব্যবহার করে আইএস হুমকি দেয় ।
রাশিয়ার মাটিতে আগামী বছর বিশ্বকাপের আসর বসবে। মেসি ও নেইমারের পাশাপাশি ফ্রান্সের কোচ দিদিয়েশ দেশমের ছবি পোস্ট করেও হুমকি দেয় আইএস। এবার ভীতি সৃষ্টি করতে সন্ত্রাসী সংগঠনটি। সোমবার রোনালদোর একটি ছবি প্রকাশ করে আইএস। ছবিতে দেখা যায়, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টারের চোখের নিচে আঘাতের চিহ্ন। রোনালদোর পেছনেই দাঁড়িয়ে রয়েছেন এই অস্ত্রধারী আইএস সন্ত্রাসী।
ছবির ছোট্ট ক্যাপশনে লেখা হয়েছে, `আমরা যেটা বলি সেটা শোনা যায় না; দেখতে হয়। সুতরাং, তোমরা অপেক্ষায় থাকো। আমরাও অপেক্ষায় আছি।`
ছবির ছোট্ট ক্যাপশনে লেখা হয়েছে, `আমরা যেটা বলি সেটা শোনা যায় না; দেখতে হয়। সুতরাং, তোমরা অপেক্ষায় থাকো। আমরাও অপেক্ষায় আছি।`
আকাশ নিউজ ডেস্ক 

























