অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আধাসামরিক বাহিনীর রেঞ্জার এবং সন্ত্রাস বিরোধী বিভাগের পুলিশ সদস্যরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বলদিয়া টাউন এলাকায় যৌথ অভিযান চালায়। এ অভিযানে ৮ জঙ্গিকে হত্যা করেছে। কর্মকর্তারা রোববার এ তথ্য জানান।
সন্দেহভাজন সন্ত্রাসীরা সেখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ তথ্যের ভিত্তিতে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ওই এলাকা ঘিরে রাখে এবং জঙ্গিদের আত্মসমর্থনের নির্দেশ দেয়। তবে জঙ্গিরা আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এতে আইন-শৃংঙ্খলা সংস্থার তিন সদস্য আগত হয়।
হাসপাতালে ভর্তি আহত আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নিহত জঙ্গিদের পরিচয় এখনো জানা যায়নি।
একজন মুখপাত্র জানান, অভিযান চলাকালে রাতের অন্ধকারের সুযোগে কয়েকজন জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























