আকাশ স্পোর্টস ডেস্ক:
আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ওয়ানডে শতক বৃথাই গেল। বোলারদের ব্যর্থতার দিনে ২৭৮ রানের লড়াকু পুঁজি নিয়েও দুই ওপেনারের শতকে ১০ উইকেটের বিশাল হার নিয়েই মাঠ ছাড়তে হলো মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশকে।
বাংলাদেশের দেওয়া ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক। বাংলাদেশের বোলারদের ন্যূনতম পাত্তা না দিয়েই শতক তুলে নেন দু’জনই। হাশিম আমলা কিছুটা সদয় হলেও রুবেল-তাসকিনদের উপর বুলডোজার চালান ডি কক। শেষ পর্যন্ত ৭.২ ওভার হাতে রেখেই ১০ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। ১৪৪ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন ডি কক। অপর ব্যাটসম্যান হাশিম আমলা অপরাজিত থাকেন ১১২ বলে ১১০ রান করে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশে দেওয়া ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিম্বার্লির ডায়মন্ড ওভালে আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২৭৯ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়ারা। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করেছেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। দলীয় ৪৩ রানের মাথায় রাবাদার বলে ২১ রান করে ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর ইমরুল কায়েসকে ফেরান প্রিটোরিয়াস। ৪৩ বলে ৩১ রান করেন কায়েস।
এরপর দারুণ এক কার্যকরী জুটি গড়ে বাংলাদেশকে আশা দেখাতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দলীয় ১২৬ রানের মাথায় সাকিবের বিদায়ে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। ৪৫ বলে ২৯ রান করে ইমরান তাহিরের বলে আমলার হাতে ধরা পড়েন সাকিব।
অপরপ্রান্তে আক্রমণ অব্যাহত রেখে অর্ধশতক তুলে নেন মুশফিক। তার যোগ্য সাহচর্য দিতে থাকেন তার ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি রিয়াদ। ২৭ বলে ২৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলে প্রিটোরিয়াসের শিকার হন রিয়াদ। দলের রান তখন ১৯৫।
একমাত্র আগলে রেখে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহিম। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের শতক। তার অপরাজিত ১১০ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে সফরকারী বাংলাদেশ। শেষের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট কিছু কার্যকরী ইনিংসের সুবাদে বাংলাদেশ এই লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে।
মুশফিকের ১১৬ বলে খেলা ১১০ রানের ইনিংসে ১১টি চারের মারের পাশাপাশি ছিল ২টি ছয়ের মার। এছাড়া ইমরুল কায়েস ৩১, সাকিব আল হাসান ২৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১টি করে ছয় ও চারের মারে ১১ বলে ১৬ রান করেন অভিষিক্ত তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রোটিয়াদের হয়ে সফলতম বোলার কাগিসো রাবাদা ১০ ওভারে ৪৩ রান খরচায় ৪ উইকেট তুলে নেন।
আকাশ নিউজ ডেস্ক 























