ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র উত্তরণের প্রধান শর্ত: সুজন সম্পাদক ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি তারেক রহমানের সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম

রোহিঙ্গাদের তিন হাজার ধারণ ক্ষমতার ফিল্ড হসপিটাল করবে মালয়েশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এ ঘোষণা দেন।

বৈঠক শেষে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গার জন্য একটি ফিল্ড হসপিটাল তৈরি করে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আর মালয়েশিয়ার পক্ষে আহমাদ জাহিদ হামিদি ছাড়াও ছিলেন দেশটির মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা আমাদের পাশে আছেন সবসময়। রোহিঙ্গা ইস্যুতে আমাদের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন মালয়েশিয়ার এই উপ-প্রধানমন্ত্রী।

এর আগে আজ রোববার সকাল দশটায় দুইদিনের সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। ঢাকায় তাকে স্বাগত জানান- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিন আগামী কাল সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন। পরিদর্শন শেষে সেদিন দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

রোহিঙ্গাদের তিন হাজার ধারণ ক্ষমতার ফিল্ড হসপিটাল করবে মালয়েশিয়া

আপডেট সময় ১১:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এ ঘোষণা দেন।

বৈঠক শেষে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গার জন্য একটি ফিল্ড হসপিটাল তৈরি করে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আর মালয়েশিয়ার পক্ষে আহমাদ জাহিদ হামিদি ছাড়াও ছিলেন দেশটির মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা আমাদের পাশে আছেন সবসময়। রোহিঙ্গা ইস্যুতে আমাদের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সংহতি প্রকাশ করেছেন মালয়েশিয়ার এই উপ-প্রধানমন্ত্রী।

এর আগে আজ রোববার সকাল দশটায় দুইদিনের সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। ঢাকায় তাকে স্বাগত জানান- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিন আগামী কাল সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন। পরিদর্শন শেষে সেদিন দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।