ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সু চি’র অবস্থান হচ্ছে, জলে কুমির ডাঙায় বাঘ: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন সুচির যে অবস্থায় সেটি হচ্ছে, জলে কুমির ডাঙায় বাঘ। শুক্রবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এছাড়া অনুষ্ঠানে সিডিএ`র পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ২০ লাখ টাকার ত্রাণের চেক জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপের কারণেই রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমার সরকার সুর নরম করেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর চলানো হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার নমনীয় হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের পক্ষে দীর্ঘদিন চাপ হজম করা কঠিন হয়ে পড়বে এবং রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে। সু চি’র সাম্প্রতিক বক্তব্যেও নমনীয়তা লক্ষ্য করা গেছে। তার মতে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক আলোচনা নয়, এতে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত।

তিনি আরো বলেন, সরকার একদিকে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিচ্ছে। অন্যদিকে তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রাখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সু চি’র অবস্থান হচ্ছে, জলে কুমির ডাঙায় বাঘ: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৪:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন সুচির যে অবস্থায় সেটি হচ্ছে, জলে কুমির ডাঙায় বাঘ। শুক্রবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এছাড়া অনুষ্ঠানে সিডিএ`র পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ২০ লাখ টাকার ত্রাণের চেক জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপের কারণেই রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমার সরকার সুর নরম করেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর চলানো হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার নমনীয় হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের পক্ষে দীর্ঘদিন চাপ হজম করা কঠিন হয়ে পড়বে এবং রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে। সু চি’র সাম্প্রতিক বক্তব্যেও নমনীয়তা লক্ষ্য করা গেছে। তার মতে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক আলোচনা নয়, এতে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত।

তিনি আরো বলেন, সরকার একদিকে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিচ্ছে। অন্যদিকে তাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রাখছে।