অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তুরস্কের আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে কিছুতেই স্বীকৃতি দেওয়া হবে না এবং তাকে দেশত্যাগ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদোগান। এরদোগান বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত যদি নিজেই তুর্কি নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তার দেশ (তুরস্ক) থেকে তাকে অবশ্যই চলে যেতে হবে।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনের ভিসা বন্ধের কারণে তুর্কি নাগরিক এবং মার্কিন নাগরিক একইসাথে ভোগান্তির শিকার হয়েছে। সার্বিয়ার রাজধানি বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র উভয় দেশের ভিসা কার্যক্রম জটিল করে তুলেছে।
এরদোগান আরও বলেন, তুরস্কের জনগণ কিছুতেই আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিবে না। বিদেশ সফরের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত আমার সাথে সাক্ষাত করতে চেয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখান করেছি।
এ ধরণের গোয়েন্দাদের (মাকির্ন রাষ্ট্রদূত) কাজ করার সুযোগ দেয়া কোন দেশের পক্ষে সম্ভব নয় বলেও উল্লেক করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























