আকাশ জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কিছু নেতা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হয়ে বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন। আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, কৃষকদের বিনা-সুদে ঋণ দেওয়া হবে।
ভোটারদের উদ্দেশে মান্নান বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের জন্য বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা ও আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মী।
আকাশ নিউজ ডেস্ক 



















