ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

দল ঘোষণা করেও বিশ্বকাপে ‘অনিশ্চিত’ পাকিস্তান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেও টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দেশটির কোচিং স্টাফ। সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত বিষয়টি অনিশ্চিতই থাকছে বলে স্পষ্ট করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটির সদস্য ও হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর সংহতির অংশ হিসেবে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। তবে সাম্প্রতিক ঘোষণায় ১৫ সদস্যের দল প্রকাশ করায় ধারণা করা হচ্ছিল, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। কিন্তু দল ঘোষণার সংবাদ সম্মেলনে আকিব জাভেদের মন্তব্যে সেই বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আকিব জাভেদ বলেন,‘আমরা নির্বাচক। আমাদের দায়িত্ব দল নির্বাচন করা। নির্ধারিত সময়ের খুব কাছাকাছি এসে দল ঘোষণা করেছি। তবে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য সালমান আলী আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল জেমস হেসন।

উল্লেখ্য, বাংলাদেশের ভারত সফরে খেলতে অস্বীকৃতির পর আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এরপরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। নাকভি জানিয়েছিলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

আইসিসির সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

দল ঘোষণা করেও বিশ্বকাপে ‘অনিশ্চিত’ পাকিস্তান, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা

আপডেট সময় ০৮:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলেও টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দেশটির কোচিং স্টাফ। সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত বিষয়টি অনিশ্চিতই থাকছে বলে স্পষ্ট করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটির সদস্য ও হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর সংহতির অংশ হিসেবে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। তবে সাম্প্রতিক ঘোষণায় ১৫ সদস্যের দল প্রকাশ করায় ধারণা করা হচ্ছিল, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। কিন্তু দল ঘোষণার সংবাদ সম্মেলনে আকিব জাভেদের মন্তব্যে সেই বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আকিব জাভেদ বলেন,‘আমরা নির্বাচক। আমাদের দায়িত্ব দল নির্বাচন করা। নির্ধারিত সময়ের খুব কাছাকাছি এসে দল ঘোষণা করেছি। তবে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য সালমান আলী আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল জেমস হেসন।

উল্লেখ্য, বাংলাদেশের ভারত সফরে খেলতে অস্বীকৃতির পর আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এরপরই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। নাকভি জানিয়েছিলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

আইসিসির সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।