ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

দূরত্ব ঘুচিয়ে আবারও জুটি বাঁধছেন দেব-রুক্মিণী

আকাশ বিনোদন ডেস্ক :

কলকাতার দুই অভিনয় শিল্পী দেব ও রুক্মিণীর সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে কলকাতার শোবিজে এমনটাই শোনা যাচ্ছিল। মূলত গত বছর ‘ধূমকেতু’ মুক্তিকে কেন্দ্র করে দেব-শুভশ্রীর এক হওয়া নিয়েই এসব গুঞ্জন ডাল-পালা মেলতে শুরু করে। তার ওপর গত তিন বছর এই জুটির নতুন কোনো ছবিও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

তাই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়, দুজনের ভালোবাসার সমুদ্রে নাকি ভাটা পড়েছে! যদিও তারা সব সময়ই বলে এসেছেন, তাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। কিন্তু ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পরে দেব-রুক্মিণী জুটিকে আর বড় পর্দায় দেখতে না পাওয়াটাই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিচ্ছিল।

অবশেষে গুঞ্জনকে গুজবে পরিণত করে টালিউডে নতুন খবর, ভারতের স্বাধীনতা দিবসে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি। এটি হতে যাচ্ছে অভিনেতার ৫০তম ছবি। বিনয় মুদগিলের পরিচালনায় সব ঠিক থাকলে সামনের ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

এর আগে নিজের সবশেষ জন্মদিনে দেব জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মিত হবে। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায় সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।

সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পারায় করিমুলের অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তারপর থেকেই উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেন। সেবাপরায়ণ এই ব্যক্তিকে পরবর্তীতে ‘পদ্ম’ সম্মানে ভূষিত করা হয়। এই বাস্তব ঘটনাটিই রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন দেব।

এর আগে দেব ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুলের সঙ্গে তার কথা হয়েছে। মাটির কাছাকাছি থাকা মানুষটিকে তার বেশ ভালো লেগেছে। এছাড়া বাস্তবের এই নায়কের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরবঙ্গে যাওয়ার প্রত্যাশার কথাও তখন জানিয়েছিলেন দেব। তবে ছবিটি নিয়ে সাম্প্রতিক শুরু হওয়া হওয়া গুঞ্জন নিয়ে এখনো অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

দূরত্ব ঘুচিয়ে আবারও জুটি বাঁধছেন দেব-রুক্মিণী

আপডেট সময় ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক :

কলকাতার দুই অভিনয় শিল্পী দেব ও রুক্মিণীর সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে কলকাতার শোবিজে এমনটাই শোনা যাচ্ছিল। মূলত গত বছর ‘ধূমকেতু’ মুক্তিকে কেন্দ্র করে দেব-শুভশ্রীর এক হওয়া নিয়েই এসব গুঞ্জন ডাল-পালা মেলতে শুরু করে। তার ওপর গত তিন বছর এই জুটির নতুন কোনো ছবিও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

তাই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়, দুজনের ভালোবাসার সমুদ্রে নাকি ভাটা পড়েছে! যদিও তারা সব সময়ই বলে এসেছেন, তাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। কিন্তু ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পরে দেব-রুক্মিণী জুটিকে আর বড় পর্দায় দেখতে না পাওয়াটাই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিচ্ছিল।

অবশেষে গুঞ্জনকে গুজবে পরিণত করে টালিউডে নতুন খবর, ভারতের স্বাধীনতা দিবসে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি। এটি হতে যাচ্ছে অভিনেতার ৫০তম ছবি। বিনয় মুদগিলের পরিচালনায় সব ঠিক থাকলে সামনের ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

এর আগে নিজের সবশেষ জন্মদিনে দেব জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মিত হবে। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায় সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।

সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পারায় করিমুলের অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তারপর থেকেই উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেন। সেবাপরায়ণ এই ব্যক্তিকে পরবর্তীতে ‘পদ্ম’ সম্মানে ভূষিত করা হয়। এই বাস্তব ঘটনাটিই রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন দেব।

এর আগে দেব ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুলের সঙ্গে তার কথা হয়েছে। মাটির কাছাকাছি থাকা মানুষটিকে তার বেশ ভালো লেগেছে। এছাড়া বাস্তবের এই নায়কের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরবঙ্গে যাওয়ার প্রত্যাশার কথাও তখন জানিয়েছিলেন দেব। তবে ছবিটি নিয়ে সাম্প্রতিক শুরু হওয়া হওয়া গুঞ্জন নিয়ে এখনো অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।