অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়িটির ভাড়াটিয়া মশিউর রহমান একটি হারবাল কোম্পানীতে চাকরি করে। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান (ক সার্কেল) সাংবাদিকদের জানিয়েছেন, সোয়াটের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তাদের ধারণা এই বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করেছে। রোববার রাত থেকে ওই বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় জনসাধারণ বা সাংবাদিক কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না।
আকাশ নিউজ ডেস্ক 



















