ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার পোস্টাল ব্যালট ডাকাতি হতে দেখা যাচ্ছে: তারেক রহমান ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস ‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত জোট থেকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান নিজ স্বার্থে নাসীর ওসমান হাদিকে ‘বিক্রি করছেন’।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। তার কথা, ‘জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫-ই আগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এদেশের মানুষও চায় না।’

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই নেতা আন্দোলনে নাসীরুদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নাসীর ভাই আন্দোলনে এই করছেন, সেই করছেন বলে হম্বিতম্বি করতেছেন। কিন্তু আমি-আমরা তেমনটা দেখি নাই।’

এই প্রশ্নটা তিনি করেছেন আসিফ-নাহিদ-মাহফুজদেরও। তার ভাষ্য, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটর ‘বিয়াম’ এ আসিফ-নাহিদ-মাহফুজ ভাইদের সাথে আমাদের প্রথম মিটিং হইছিল। মিটিং এ আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলাম, সেই জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম- ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই কোত্থেকে এসে লিয়াঁজো কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিলেন? তাছাড়া তাকে তো বিশ্বাস করার উপায় নাই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক, তিনি আবারও যে আমাদের এই নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি?’’

এই প্রশ্নের জবাব তাকে দিয়েছিলেন নাহিদ ইসলাম। আব্দুল কাদেরের কথা, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে অবদানের প্রশ্নের নাহিদ ভাই জবাবে বললেন, ‘নাসীর ভাই নাকি তাকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছেন আর ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাকে হেল্প করেছেন।’’

আব্দুল কাদের আরও যোগ করেন, ‘আমাদের পালটা প্রশ্ন ছিল, এতোটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাকে লিয়াজো কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত হবে কি না। জবাবে নাহিদ ভাইরা বললেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্য তাকে আমাদের প্রয়োজন।’

নাসীর তার অঙ্গীকার রাখেননি, দাবি করেন আব্দুল কাদের; এরপর তিনি আফসোসও প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারপর তো অনেক শপথ-টপত হইলো সেখানে। নাসীর ভাই অঙ্গিকার করলেন, তিনি অতীতের মতো এই পার্টি ভাঙবেন না। কিন্তু এখন এসে আমরা সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না! আফসোস!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের

আপডেট সময় ১০:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা ৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত জোট থেকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান নিজ স্বার্থে নাসীর ওসমান হাদিকে ‘বিক্রি করছেন’।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি। তার কথা, ‘জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছে, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫-ই আগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এদেশের মানুষও চায় না।’

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই নেতা আন্দোলনে নাসীরুদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নাসীর ভাই আন্দোলনে এই করছেন, সেই করছেন বলে হম্বিতম্বি করতেছেন। কিন্তু আমি-আমরা তেমনটা দেখি নাই।’

এই প্রশ্নটা তিনি করেছেন আসিফ-নাহিদ-মাহফুজদেরও। তার ভাষ্য, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটর ‘বিয়াম’ এ আসিফ-নাহিদ-মাহফুজ ভাইদের সাথে আমাদের প্রথম মিটিং হইছিল। মিটিং এ আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়ে গিয়েছিলাম, সেই জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম- ‘নাসীরুদ্দীন পাটওয়ারী ভাই কোত্থেকে এসে লিয়াঁজো কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিলেন? তাছাড়া তাকে তো বিশ্বাস করার উপায় নাই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক, তিনি আবারও যে আমাদের এই নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি?’’

এই প্রশ্নের জবাব তাকে দিয়েছিলেন নাহিদ ইসলাম। আব্দুল কাদেরের কথা, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে অবদানের প্রশ্নের নাহিদ ভাই জবাবে বললেন, ‘নাসীর ভাই নাকি তাকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছেন আর ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাকে হেল্প করেছেন।’’

আব্দুল কাদের আরও যোগ করেন, ‘আমাদের পালটা প্রশ্ন ছিল, এতোটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাকে লিয়াজো কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত হবে কি না। জবাবে নাহিদ ভাইরা বললেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে। সেজন্য তাকে আমাদের প্রয়োজন।’

নাসীর তার অঙ্গীকার রাখেননি, দাবি করেন আব্দুল কাদের; এরপর তিনি আফসোসও প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারপর তো অনেক শপথ-টপত হইলো সেখানে। নাসীর ভাই অঙ্গিকার করলেন, তিনি অতীতের মতো এই পার্টি ভাঙবেন না। কিন্তু এখন এসে আমরা সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না! আফসোস!’