ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন শিশুদের সঠিক শিক্ষা প্রদানের জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান ‘অতীতেও পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব’:মির্জা ফখরুল দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের। আইসিসিও অনড় ভারতে বিশ্বকাপ খেলতেই হবে। শনিবার ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, প্রায় তিন সপ্তাহের অচলাবস্থা শেষে শুক্রবার সন্ধ্যায় বিসিবিকে ই-মেইলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। বাংলাদেশকে সরিয়ে দিয়ে সেখানে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে ‘অবিচার’ এবং ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

বাংলাদেশের বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পরই গণমাধ্যমের মুখোমুখি হন পিসিবি চেয়ারম্যান। তিনি আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও স্পষ্টভাবে একই কথা বলেছি। এখানে দ্বৈত নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।’

নাকভি আরও যোগ করেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ছিল। তারা বিশ্ব ক্রিকেটের একটি বড় অংশীজন, তাদের প্রতি এই অবিচার কোনোভাবেই কাম্য নয়।’

আগে থেকেই গুঞ্জন ছিল, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন খোদ পিসিবি প্রধান। তিনি বলেন, ‘একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের নিজস্ব অবস্থান রয়েছে।’

পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নাকভি বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

আপডেট সময় ০৭:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের। আইসিসিও অনড় ভারতে বিশ্বকাপ খেলতেই হবে। শনিবার ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, প্রায় তিন সপ্তাহের অচলাবস্থা শেষে শুক্রবার সন্ধ্যায় বিসিবিকে ই-মেইলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। বাংলাদেশকে সরিয়ে দিয়ে সেখানে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে ‘অবিচার’ এবং ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

বাংলাদেশের বাদ পড়ার খবর নিশ্চিত হওয়ার পরই গণমাধ্যমের মুখোমুখি হন পিসিবি চেয়ারম্যান। তিনি আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও স্পষ্টভাবে একই কথা বলেছি। এখানে দ্বৈত নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।’

নাকভি আরও যোগ করেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ছিল। তারা বিশ্ব ক্রিকেটের একটি বড় অংশীজন, তাদের প্রতি এই অবিচার কোনোভাবেই কাম্য নয়।’

আগে থেকেই গুঞ্জন ছিল, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন খোদ পিসিবি প্রধান। তিনি বলেন, ‘একটি দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন চেষ্টা করা হয়, তবে পাকিস্তানের নিজস্ব অবস্থান রয়েছে।’

পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নাকভি বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’