আকাশ জাতীয় ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় টিপু চৌধুরী (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে প্রিটোরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, জুমার নামাজ শেষে টিপু চৌধুরী নিজস্ব কমপ্লেক্সে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই ঘটনায় টিপু চৌধুরীর সঙ্গে থাকা অপর বাংলাদেশি বাদলও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তার আফ্রিকান ৩ সন্তান রয়েছে। তিনি মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ছিলেন।
২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে সন্ত্রাসীরা। স্থানীয় কুমাতলাঙা এলাকায় তার প্রোপার্টি ব্যবসা রয়েছে।
ব্যবসায়িক নাকি পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত টিপু চৌধুরীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান শাহাদাত হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 



















