ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

আকাশ জাতীয় ডেস্ক :

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো কোথাও না কোথাও ওত পেতে আছে। সুযোগ পেলে তারা ফিরতে চায়। তারা হাদীদের বাঁচতে দিচ্ছে না।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে ফতুল্লার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, দেশে যে সংস্কারগুলো প্রয়োজন তা হতে পারে আগামী নির্বাচিত সরকারের জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে। বিশেষ করে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম খতিবরা এবং শিক্ষকরাসহ সমাজের সব ধরনের মানুষ একত্রে এক জায়গায় আসছে এটা বলার জন্য, আমরা আগামী নির্বাচন বুঝে শুনে করবো।

তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা সব সময় বলেছেন, নির্বাচনটা আনন্দমুখর হতে হবে। ভোট দিতে আমরা যেন ভয় না পাই। মা-বোনরা যেন ভোট দিতে যায়। যারা নতুন ভোটার আছে তারা যেন অবশ্যই ভোট দিতে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য, শিক্ষক এবং স্থানীয়রা।

সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটার উদ্বুদ্ধকরণে গান ও বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো কোথাও না কোথাও ওত পেতে আছে। সুযোগ পেলে তারা ফিরতে চায়। তারা হাদীদের বাঁচতে দিচ্ছে না।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে ফতুল্লার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, দেশে যে সংস্কারগুলো প্রয়োজন তা হতে পারে আগামী নির্বাচিত সরকারের জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে। বিশেষ করে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম খতিবরা এবং শিক্ষকরাসহ সমাজের সব ধরনের মানুষ একত্রে এক জায়গায় আসছে এটা বলার জন্য, আমরা আগামী নির্বাচন বুঝে শুনে করবো।

তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা সব সময় বলেছেন, নির্বাচনটা আনন্দমুখর হতে হবে। ভোট দিতে আমরা যেন ভয় না পাই। মা-বোনরা যেন ভোট দিতে যায়। যারা নতুন ভোটার আছে তারা যেন অবশ্যই ভোট দিতে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য, শিক্ষক এবং স্থানীয়রা।

সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটার উদ্বুদ্ধকরণে গান ও বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।