ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান

‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ নেই। ‘না’ দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো। ‘না’ দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। সেটা করা যাবে না। যদি আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

‘না’ ভোট দেওয়ার সুযোগ কেন রাখা হয়েছে? এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি কেউ ‘না’ ভোট দিতেই চায়, দিতে পারে। দেশের আপামর জনগণ, যারা কষ্টের মধ্য দিয়ে গত ১৬ বছর পার করেছে, গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাস্তায় বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠী এ দেশে পরিবর্তন চায়।

তিনি বলেন, যদি আমি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ১৪০০ ছেলে-মেয়ে ও জনগণের ত্যাগ আর ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

উপদেষ্টা বলেন, ‘না’ ভোট দেওয়া মানে আগে যে স্বৈরাচারী সংস্কৃতি ছিল, সেটার দরজা খুলে দেওয়া; কেউ যদি ‘না’ দিতেই চায় তাকে দিতে দেওয়ার সুযোগটা দিতে হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, ধর্মীয় সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই

‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ নেই। ‘না’ দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো। ‘না’ দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। সেটা করা যাবে না। যদি আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

‘না’ ভোট দেওয়ার সুযোগ কেন রাখা হয়েছে? এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি কেউ ‘না’ ভোট দিতেই চায়, দিতে পারে। দেশের আপামর জনগণ, যারা কষ্টের মধ্য দিয়ে গত ১৬ বছর পার করেছে, গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাস্তায় বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠী এ দেশে পরিবর্তন চায়।

তিনি বলেন, যদি আমি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ১৪০০ ছেলে-মেয়ে ও জনগণের ত্যাগ আর ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

উপদেষ্টা বলেন, ‘না’ ভোট দেওয়া মানে আগে যে স্বৈরাচারী সংস্কৃতি ছিল, সেটার দরজা খুলে দেওয়া; কেউ যদি ‘না’ দিতেই চায় তাকে দিতে দেওয়ার সুযোগটা দিতে হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, ধর্মীয় সংগঠনের নেতারা।