ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

সন্তানদের জন্য জানেন কেন ‘সেক্সি হলিডে’ কিনছেন মা-বাবা?

অাকাশ নিউজ ডেস্ক:

সন্তানের হাঁটতে শেখা মায়ের হাত ধরে৷ তার পড়াশোনা, বেড়ে ওঠাও মায়ের সাহায্যেই৷ কিন্তু সন্তানের বিবাহিত জীবনে কি বাবা-মায়েরা সাহায্য করতে পারেন? একবাক্যে সকলেই এই উত্তরে হয়ত বলবেন- না৷ কিন্তু ডেনমার্কের এক ট্র্যাভেল কোম্পানির কাছে জবাবটা- হ্যাঁ৷ কীভাবে? ওই সংস্থার অফার, এবার বাবা মায়েরাই সন্তানদের উপহাক দিতে পারে ‘সেক্সি হলিডে’৷

স্পাইস’ নামে এক ট্রাভেল কোম্পানি এই অভিনব ক্যাম্পেন নিয়ে হাজির হয়েছে৷ এর ফিছনে অবশ্য ডেনমার্কের জনসংখ্যা বাডানোর উদ্যোগও আছে৷ পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে অল্পবয়সীদের তুলনায় বয়স্কদের সংখ্যা মাত্রাতিরিক্ত বেশী৷ অধিকাংশ দাদু বা ঠাকুমারই নাতি-নাতনির মুখ দেখার সৌভাগ্য হয়নি৷ সেই সব দাদু-দিদাদের উদ্দ্যেশ্যেই এই বার্তা৷ এই কোম্পানি জানাচ্ছে, দেশে জনসংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাঁরা৷

বিজ্ঞানসম্মত কারণেই মানুষের বেড়াতে গিয়ে সঙ্গম প্রবণতা বেশি হয় বলে দাবি তাদের৷ কেননা এসময়ই বিশেষ হরমোন ক্ষরিত হতে থাকে৷ এছাড়া ডেনমার্কবাসী ছুটির মরশুমে অন্তত ৫০ শতাংশ বেশি ‘সেক্স’ করেন বলেই জানাচ্ছেন তারা৷ আর তাই সন্তানদের ‘সেক্স হলিডে’তে পাঠানোর নিদান দিচ্ছে তারা৷ তাদের অফার অনুযায়ী, যদি বাবা-মা তাঁদের সন্তানদের জন্য ‘সেক্স হলিডে’ বুক করেন তাহলে দেশেরও মঙ্গল হয়, তাঁরাও নাতি নাতনির মুখ দেখতে পান৷ ডেনমার্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ক্যাম্পেন৷ সংস্থার আশা, অভিনব এই ক্যাম্পেনে আখেরে মঙ্গল হবে ডেনমার্কেরই৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্তানদের জন্য জানেন কেন ‘সেক্সি হলিডে’ কিনছেন মা-বাবা?

আপডেট সময় ১২:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

সন্তানের হাঁটতে শেখা মায়ের হাত ধরে৷ তার পড়াশোনা, বেড়ে ওঠাও মায়ের সাহায্যেই৷ কিন্তু সন্তানের বিবাহিত জীবনে কি বাবা-মায়েরা সাহায্য করতে পারেন? একবাক্যে সকলেই এই উত্তরে হয়ত বলবেন- না৷ কিন্তু ডেনমার্কের এক ট্র্যাভেল কোম্পানির কাছে জবাবটা- হ্যাঁ৷ কীভাবে? ওই সংস্থার অফার, এবার বাবা মায়েরাই সন্তানদের উপহাক দিতে পারে ‘সেক্সি হলিডে’৷

স্পাইস’ নামে এক ট্রাভেল কোম্পানি এই অভিনব ক্যাম্পেন নিয়ে হাজির হয়েছে৷ এর ফিছনে অবশ্য ডেনমার্কের জনসংখ্যা বাডানোর উদ্যোগও আছে৷ পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে অল্পবয়সীদের তুলনায় বয়স্কদের সংখ্যা মাত্রাতিরিক্ত বেশী৷ অধিকাংশ দাদু বা ঠাকুমারই নাতি-নাতনির মুখ দেখার সৌভাগ্য হয়নি৷ সেই সব দাদু-দিদাদের উদ্দ্যেশ্যেই এই বার্তা৷ এই কোম্পানি জানাচ্ছে, দেশে জনসংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তাঁরা৷

বিজ্ঞানসম্মত কারণেই মানুষের বেড়াতে গিয়ে সঙ্গম প্রবণতা বেশি হয় বলে দাবি তাদের৷ কেননা এসময়ই বিশেষ হরমোন ক্ষরিত হতে থাকে৷ এছাড়া ডেনমার্কবাসী ছুটির মরশুমে অন্তত ৫০ শতাংশ বেশি ‘সেক্স’ করেন বলেই জানাচ্ছেন তারা৷ আর তাই সন্তানদের ‘সেক্স হলিডে’তে পাঠানোর নিদান দিচ্ছে তারা৷ তাদের অফার অনুযায়ী, যদি বাবা-মা তাঁদের সন্তানদের জন্য ‘সেক্স হলিডে’ বুক করেন তাহলে দেশেরও মঙ্গল হয়, তাঁরাও নাতি নাতনির মুখ দেখতে পান৷ ডেনমার্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ক্যাম্পেন৷ সংস্থার আশা, অভিনব এই ক্যাম্পেনে আখেরে মঙ্গল হবে ডেনমার্কেরই৷