অাকাশ নিউজ ডেস্ক:
ব্রাসেলস: বেলজিয়াম উপকূল থেকে উদ্ধার প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাবমেরিন৷ বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এটি৷ উল্লেখ্য, এই সাবমেরিনটি একেবারেই অটুট অবস্থায় রয়েছে৷ এই সাবমেরিনটি থেকেই উদ্ধার হয়েছে ২৩টি মৃতদেহ৷ এরা প্রত্যেকেই সাবমেরিনের ক্রু মেম্বার ছিলেন বলে জানা গিয়েছে৷
ওয়েস্টার্ন ফ্ল্যান্ডার্সের গভর্নর কার্ল ডেকালুই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টির সত্যতা স্বীকার করেছেন৷ উত্তর সাগরে এই সাবমেরিনটি উদ্ধার হয়েছে৷ সমুদ্রতল থেকে ৯৮ফিট নীচে এই সাবমেরিনটি উদ্ধার হয়েছে৷ এই সাবমেরিনটি ৮৮ফিট লম্বা এবং ২০ফিট চওড়া বলে জানা গিয়েছে৷
তবে, এই সাবমেরিনটির সামনের অংশে কিছুটা ফাটল দেখা গিয়েছে এবং দুটি টর্পেডো টিউবও ধ্বংস করে দেওয়া হয়েছে৷ ইতিহাসের পাতা ঘাটলে জানা যাবে, ১৯১৫ থেকে ১৯১৮সালের মধ্যে এই ধরণের ১৮টি সাবমেরিন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল৷ এগুলির মধ্যে ১৩টিই ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধের সময়৷ এই সাবমেরিনটিও জলের তলায় ডুবে গিয়েছিল বলে মনে করা হয়েছিল৷ কিন্তু সম্প্রতি উত্তর সাগরের জলের উপরে ভাসমান তেলের স্তর দেখতে পাওয়া যায়৷ এরপরেই গবেষকেরা সন্ধান চালিয়ে এটি সমুদ্রের তলা থেকে উদ্ধার করেন৷
আকাশ নিউজ ডেস্ক 

























