ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য বিশাল ক্যাম্প করা বিপজ্জনক: জাতিসংঘ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়ের জন্য বাংলাদেশে যে একক শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করেছে তা বিপজ্জনক। তিনি বলেছেন, এক স্থানে মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের ফলে নানা ধরণের মরণঘাতী রোগ দ্রুত মহামারি আকার ধারণ করতে পারে। শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া গত চার দশকের বিভিন্ন সময়ে বাংলাদেশ এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। যাদের বেশির ভাগ আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী জেলা কক্সবাজারের কুতুপালংয়ে।

বাংলাদেশ সরকার নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু রবার্ট ওয়াটকিনস এক স্থানে এ ক্যাম্প তৈরি বিপদজনক মন্তব্য করে বলেছেন বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের জন্য নতুন নতুন স্থানে ক্যাম্প নির্মাণ করা।

তিনি বলেন, যখন ছোট একটি স্থানে অনেক লোক রাখা হয় বিশেষ করে যাদের মধ্যে যেকোন মুহূর্তে রোগ ছড়িয়ে পড়তে পারে; তাদের একটি ক্যাম্পে রাখা বিপজ্জনক। তিনি বলেন, তাদের মধ্যে যদি কোন ছোঁয়াছে রোগ থাকে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সেখানে আগুন লাগার ঝুঁকি রয়েছে। ‘আর যদি তাদের একাধিক জায়গায় রাখা হয় তাহলে একদিকে তারা যেমন নিরাপদের থাকবে তেমনি তাদের দেখাশুনা করাও সহজ হবে।’ তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নতুন এই ক্যাম্পের কারণের শরণার্থীদের ত্রাণ ও নিরাপত্তা দেওয়া সহজ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিশাল ক্যাম্প করা বিপজ্জনক: জাতিসংঘ

আপডেট সময় ১১:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়ের জন্য বাংলাদেশে যে একক শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করেছে তা বিপজ্জনক। তিনি বলেছেন, এক স্থানে মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের ফলে নানা ধরণের মরণঘাতী রোগ দ্রুত মহামারি আকার ধারণ করতে পারে। শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া গত চার দশকের বিভিন্ন সময়ে বাংলাদেশ এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। যাদের বেশির ভাগ আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী জেলা কক্সবাজারের কুতুপালংয়ে।

বাংলাদেশ সরকার নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু রবার্ট ওয়াটকিনস এক স্থানে এ ক্যাম্প তৈরি বিপদজনক মন্তব্য করে বলেছেন বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের জন্য নতুন নতুন স্থানে ক্যাম্প নির্মাণ করা।

তিনি বলেন, যখন ছোট একটি স্থানে অনেক লোক রাখা হয় বিশেষ করে যাদের মধ্যে যেকোন মুহূর্তে রোগ ছড়িয়ে পড়তে পারে; তাদের একটি ক্যাম্পে রাখা বিপজ্জনক। তিনি বলেন, তাদের মধ্যে যদি কোন ছোঁয়াছে রোগ থাকে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সেখানে আগুন লাগার ঝুঁকি রয়েছে। ‘আর যদি তাদের একাধিক জায়গায় রাখা হয় তাহলে একদিকে তারা যেমন নিরাপদের থাকবে তেমনি তাদের দেখাশুনা করাও সহজ হবে।’ তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নতুন এই ক্যাম্পের কারণের শরণার্থীদের ত্রাণ ও নিরাপত্তা দেওয়া সহজ হবে।