অাকাশ জাতীয় ডেস্ক:
ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসায় গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সজল কৃষ্ণ ব্যানার্জি।
শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। এর আগেও এ চিকিৎসক প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করেন। সজল কৃষ্ণ বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান।
এদিকে বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন তার বন্ধু আতিক চৌধুরী। এছাড়া আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্টার অরুনাভ চক্রবর্তী ও ডেপুটি রেজিস্টার ফারজানা ইয়াসমিনও পৃথক সময়ে সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















