ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার কখনও নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না, এটা একটি চলমান প্রক্রিয়া, যখন যে সমস্যা আসবে তখন সেই সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশের জনগণ আপনাদেরকে “অন্তর্বর্তীকালীন” দায়িত্ব দিয়েছে। আপনাদের যে যে জায়গায় চলমান সংস্কার কাজগুলো রয়েছে- আপনারা সেই সংস্কার কাজগুলো করুন। পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, তখন সেই নির্বাচিত সরকারই দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সংস্কার করবে।

আজ রবিবার বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন মুকুল ফৌজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে পল্লবী থানাধীন বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে, কখন তারা তাদের নাগরিক অধিকার- ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্র সংস্কার মেরামতের ৩১ দফা হচ্ছে একটি রুপরেখা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই ৩১ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র মেরামতের ফলে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে পারব।

পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান অনুষ্ঠান সঞ্চালনা ও পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সভাপতিত্ব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক

আপডেট সময় ০৮:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার কখনও নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না, এটা একটি চলমান প্রক্রিয়া, যখন যে সমস্যা আসবে তখন সেই সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশের জনগণ আপনাদেরকে “অন্তর্বর্তীকালীন” দায়িত্ব দিয়েছে। আপনাদের যে যে জায়গায় চলমান সংস্কার কাজগুলো রয়েছে- আপনারা সেই সংস্কার কাজগুলো করুন। পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, তখন সেই নির্বাচিত সরকারই দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সংস্কার করবে।

আজ রবিবার বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন মুকুল ফৌজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে পল্লবী থানাধীন বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে, কখন তারা তাদের নাগরিক অধিকার- ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্র সংস্কার মেরামতের ৩১ দফা হচ্ছে একটি রুপরেখা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সেই ৩১ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র মেরামতের ফলে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে পারব।

পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান অনুষ্ঠান সঞ্চালনা ও পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম সভাপতিত্ব করেন।