ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস কুড়িয়েছিল পাকিস্তান। দলটির প্রত্যাশা ছিল, এবার অস্ট্রেলিয়াকে তাদের আঙিনায় টি-টোয়েন্টি সিরিজেও ধরাশায়ী করার। তবে সেটা আর হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছিল বাবর-রিজওয়ানদের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তারা হেরে গেল ৭ উইকেটে।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।

তবে আগের দুই ম্যাচের ন্যায় এবারও ব্যাটিংয়ে কোনো গতি হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই শেষ হয়েছে তাদের ইনিংস। সব উইকেট হারিয়ে রান উঠেছে মোটে ১১৭।

যদিও ইনিংস শুরু করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ২৮ বলে এক হালি চারে করেছিলেন ৪১ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা মোটেও সে ধারা অব্যাহত রাখতে পারেননি।

১১ ব্যাটারের মধ্যে বাবর বাদে আর মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। অজিদের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি। দুটি করে উইকেট যায় অ্যাডাম জ্যাম্পা এবং স্পেনসার জনসনের ঝুলিতে।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৩০ রানে খুইয়ে বসে ২ উইকেট। তবে ২৭ বলে সমান পাঁচটি করে চার-ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট ভাগাভাগি করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

আপডেট সময় ০৬:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস কুড়িয়েছিল পাকিস্তান। দলটির প্রত্যাশা ছিল, এবার অস্ট্রেলিয়াকে তাদের আঙিনায় টি-টোয়েন্টি সিরিজেও ধরাশায়ী করার। তবে সেটা আর হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছিল বাবর-রিজওয়ানদের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তারা হেরে গেল ৭ উইকেটে।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।

তবে আগের দুই ম্যাচের ন্যায় এবারও ব্যাটিংয়ে কোনো গতি হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই শেষ হয়েছে তাদের ইনিংস। সব উইকেট হারিয়ে রান উঠেছে মোটে ১১৭।

যদিও ইনিংস শুরু করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ২৮ বলে এক হালি চারে করেছিলেন ৪১ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা মোটেও সে ধারা অব্যাহত রাখতে পারেননি।

১১ ব্যাটারের মধ্যে বাবর বাদে আর মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। অজিদের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি। দুটি করে উইকেট যায় অ্যাডাম জ্যাম্পা এবং স্পেনসার জনসনের ঝুলিতে।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৩০ রানে খুইয়ে বসে ২ উইকেট। তবে ২৭ বলে সমান পাঁচটি করে চার-ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট ভাগাভাগি করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি।