ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সালমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে এক অজ্ঞাত যুবক।

ফোন পাওয়ার পরই সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছে গেছে তারা।

পুলিশ জানিয়েছে, ওই ফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না- তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন কিং খান।কিন্তু আগের জন্মদিনগুলোর মতো তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও শাহরুখ দেখা দেননি।অন্যবারের চেয়ে এবার মান্নাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল মুম্বাই পুলিশ।বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও কড়া নজরদারি ছিল।

পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন মি. বলিউড বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে- এমনটি শাহরুখকে আগেই জানিয়েছিল পুলিশ। সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বক্স পাঠিয়ে সঙ্গে নোট লিখে দিয়েছিলেন ‘থ্যাঙ্ক ইউ’।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে।ওই ঘটনার পর শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বাই পুলিশ।তখন ২৪ ঘণ্টা তাকে ঘিরে রাখতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সালমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

আপডেট সময় ০৮:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে এক অজ্ঞাত যুবক।

ফোন পাওয়ার পরই সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছে গেছে তারা।

পুলিশ জানিয়েছে, ওই ফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না- তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন কিং খান।কিন্তু আগের জন্মদিনগুলোর মতো তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও শাহরুখ দেখা দেননি।অন্যবারের চেয়ে এবার মান্নাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল মুম্বাই পুলিশ।বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও কড়া নজরদারি ছিল।

পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন মি. বলিউড বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে- এমনটি শাহরুখকে আগেই জানিয়েছিল পুলিশ। সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বক্স পাঠিয়ে সঙ্গে নোট লিখে দিয়েছিলেন ‘থ্যাঙ্ক ইউ’।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে।ওই ঘটনার পর শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বাই পুলিশ।তখন ২৪ ঘণ্টা তাকে ঘিরে রাখতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।