ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মেয়ের ভিডিও ধারণ করে টিকটক, হাত ভেঙে দিল বাবার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীর টিকটক ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় বখাটে যুবক। প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারপিট করে হাত ভাঙার অভিযোগ করা হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নে।

অভিযুক্তরা হলো- বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. অনিক (২২), জুয়েল (২০), ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৪৫), মোস্তফা কামালের স্ত্রী মোছা. হেলেনা (৪০), জুয়েলের স্ত্রী মোছা. চম্পা (১৯) ও আশ্রাব আলীর ছেলে আশিক (২৫)।

ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্ত অনিক তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। গত ১৬ সেপ্টেম্বর তার মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচছিল। অভিযুক্ত অনিক ওই নাচের ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি টিকটক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ওই ছাত্রীর বাবা আরও বলেন, ২৩ সেপ্টেম্বর ওই ভিডিও দেখতে পান তিনি। অভিযুক্ত অনিককে বাড়ির পাশে পেয়ে ভিডিওর বিষয়ে জানতে চান। এ সময় অনিকসহ অভিযুক্তরা তাকে মারপিট করে ডান হাতের দুইটি আঙুল ভেঙে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় অনিকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মেয়ের ভিডিও ধারণ করে টিকটক, হাত ভেঙে দিল বাবার

আপডেট সময় ১১:০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীর টিকটক ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় বখাটে যুবক। প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে মারপিট করে হাত ভাঙার অভিযোগ করা হয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নে।

অভিযুক্তরা হলো- বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. অনিক (২২), জুয়েল (২০), ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৪৫), মোস্তফা কামালের স্ত্রী মোছা. হেলেনা (৪০), জুয়েলের স্ত্রী মোছা. চম্পা (১৯) ও আশ্রাব আলীর ছেলে আশিক (২৫)।

ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্ত অনিক তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। গত ১৬ সেপ্টেম্বর তার মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচছিল। অভিযুক্ত অনিক ওই নাচের ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি টিকটক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ওই ছাত্রীর বাবা আরও বলেন, ২৩ সেপ্টেম্বর ওই ভিডিও দেখতে পান তিনি। অভিযুক্ত অনিককে বাড়ির পাশে পেয়ে ভিডিওর বিষয়ে জানতে চান। এ সময় অনিকসহ অভিযুক্তরা তাকে মারপিট করে ডান হাতের দুইটি আঙুল ভেঙে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় অনিকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।