অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ঘোষিত হল তিন নোবেল বিজয়ীর নাম। এবছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন। জেফ্রে সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল ডব্লু ইয়ং নামে তিন চিকিৎসাবিদ এবার নোবেল পেলেন। সোমবার কারোলিন্সকা ইনস্টিটিউটে নোবেল প্রাইজ কমিউনিটি এই নোবেল প্রাইজ ঘোষণা করে৷
সোমবার থেকে শুরু হল এই নোবেল প্রাইজ দেওয়ার অনুষ্ঠান৷ ঘড়ির কাঁটায় তখন সকাল ১১.৩০৷ মাইক্রোফোন ঘোষিত হল ওই তিন চিকিৎসা বিজ্ঞানীর নাম৷ হৃদকম্পনের পিছনে যে আনবিক মেকানিজম কাজ করে৷ সেটি নিয়ে গবেষণা করার জন্যই এই তিন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পান৷ আরও পাঁচদিন যাবৎ চলবে সেই অনুষ্ঠান৷ পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি বিভাগে নোবেল প্রাপকদের নাম ঘোষিত হবে৷
নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়, জীবজগত পৃথিবীর আবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়। অনেক দিন ধরেই আমরা জানি মানুষসহ সব প্রাণীর একটি বায়োলজিক্যাল ঘড়ি রয়েছে যার মাধ্যমে দিনটি কেমন যাবে সেটা অনুমান করার পাশাপাশি নিজেকে মানিয়ে নেয়। সেই ঘড়ির কর্মপদ্ধতি জেফরি সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং ব্যাখ্যা করেছেন এবং কিভাবে সেটি কাজ করে তার ধারণা দিয়েছে। তাদের আবিষ্কার দেখিয়েছে কিভাবে গাছ, প্রাণী ও মানুষ কিভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাদের জৈবিক ছন্দ মিলিয়ে নেয়।
জেফ্রে সি নিউইয়র্কের বাসিন্দা৷ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট থেকে পড়াশুনা করেন তিনি৷ অপরদিকে, মাইকেল রসব্যাশ কান্নাসের বাসিন্দা৷ স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেন তিনি৷ বর্তমানে তিনি আমেরিকার ওয়ালথাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে নিযুক্ত রয়েছেন৷ মিয়ামির বাসিন্দা মাইকেল ডব্লু ইয়ং টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার ডিগ্রি পান৷
আকাশ নিউজ ডেস্ক 




















