ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

শিশুকে হত্যা করে খাটের নিচে পুঁতে রাখে সৎমা

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের তিন দিন পর জানা গেছে সৎমা শিশু আহম্মেদকে (৩) হত্যা করে ঘরের খাটের নিচে পুঁতে রেখেছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল।

শিশু আহম্মেদকে সৎমা কহিনুরের বাবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে নিয়ে হত্যার পর মাটিতে পুঁতে রাখে। সোমবার বিকালে বাবার বাড়ির ঘরের ভিতর খাটের নিচে পুঁতে রাখা ওই শিশুকে উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সৎমা কহিনুর জানান, তাকে প্রথমে লাথি মেরে আহত করা হয়। পরে তার মৃত্যু হলে ঘরের খাটের নিচে পুঁতে রাখা হয়।

শিশু আহম্মেদ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়ির হাফেজ মো. শাহমিরানের ছেলে। বর্তমানে তারা ভাড়া বাসায় থাকে ওই এলাকার সিদ্দিক হাজির বাড়িতে।

জানা যায়, শনিবার বিকাল থেকে শিশু আহম্মেদকে খুঁজে না পেয়ে রোববার সকালে পাশের পুকুরের পানিতে ডুবে গেছে এমন সন্দেহ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। পরে চাঁদপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে নিশ্চিত করেন শিশু আহম্মেদ পানিতে ডুবে নাই।

ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার এসআই মো. মাসুদ। তিনি জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ডায়েরি হয়েছে। শিশুটি উদ্ধারে সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার সকালে শিশু আহমেদের বাবা শাহমিরান হাজীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সকালে শিশু আহম্মেদের সৎমা কহিনুর বেগম, কহিনুরের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সৎমা জানান, তিনি শিশু আহম্মেদকে হত্যা করে তার বাবার বাড়িতে ঘরের খাটের নিচে পুঁতে রেখেছেন।

পরে পুলিশ সৎমা কহিনুরকে তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর উত্তর ইউনিয়নের দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সৎমা কহিনুরকে আটক করে থানায় নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, সৎমা কহিনুরকে রামগঞ্জ থানায় হস্তান্তরের পর লাশ উদ্ধার করে সৎমা কহিনুরকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। সৎমাকে আটক করা হয়েছে কিন্তু হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাম্বুলেন্স আটকে রোগীর স্বজন-চালককে লাঞ্ছিত, পথে বৃদ্ধের মৃত্যু

শিশুকে হত্যা করে খাটের নিচে পুঁতে রাখে সৎমা

আপডেট সময় ১১:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের তিন দিন পর জানা গেছে সৎমা শিশু আহম্মেদকে (৩) হত্যা করে ঘরের খাটের নিচে পুঁতে রেখেছে। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল।

শিশু আহম্মেদকে সৎমা কহিনুরের বাবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে নিয়ে হত্যার পর মাটিতে পুঁতে রাখে। সোমবার বিকালে বাবার বাড়ির ঘরের ভিতর খাটের নিচে পুঁতে রাখা ওই শিশুকে উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সৎমা কহিনুর জানান, তাকে প্রথমে লাথি মেরে আহত করা হয়। পরে তার মৃত্যু হলে ঘরের খাটের নিচে পুঁতে রাখা হয়।

শিশু আহম্মেদ হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়ির হাফেজ মো. শাহমিরানের ছেলে। বর্তমানে তারা ভাড়া বাসায় থাকে ওই এলাকার সিদ্দিক হাজির বাড়িতে।

জানা যায়, শনিবার বিকাল থেকে শিশু আহম্মেদকে খুঁজে না পেয়ে রোববার সকালে পাশের পুকুরের পানিতে ডুবে গেছে এমন সন্দেহ করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস। পরে চাঁদপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে নিশ্চিত করেন শিশু আহম্মেদ পানিতে ডুবে নাই।

ঘটনাস্থলে যান হাজীগঞ্জ থানার এসআই মো. মাসুদ। তিনি জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ডায়েরি হয়েছে। শিশুটি উদ্ধারে সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার সকালে শিশু আহমেদের বাবা শাহমিরান হাজীগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সকালে শিশু আহম্মেদের সৎমা কহিনুর বেগম, কহিনুরের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সৎমা জানান, তিনি শিশু আহম্মেদকে হত্যা করে তার বাবার বাড়িতে ঘরের খাটের নিচে পুঁতে রেখেছেন।

পরে পুলিশ সৎমা কহিনুরকে তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর উত্তর ইউনিয়নের দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ সৎমা কহিনুরকে আটক করে থানায় নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, সৎমা কহিনুরকে রামগঞ্জ থানায় হস্তান্তরের পর লাশ উদ্ধার করে সৎমা কহিনুরকে আটক করা হয়।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। সৎমাকে আটক করা হয়েছে কিন্তু হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।