অাকাশ জাতীয় ডেস্ক:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মিয়ানমারের রাখাইনে নিরাপদ জোন তৈরি করে সেখান থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের ফেরত নিতে হবে। শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার থাইয়ংখালি রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেয়া ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করারও আহ্বান জানান অর্থমন্ত্রী।
আবুল মাল আব্দুল মুহিত রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর নির্যাতনের কথা শোনেন। অর্থমন্ত্রী পরে থাইয়ংখালি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম এবং সেনাবিাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন ও ত্রাণ কাজ ব্যবস্থাপনায় বিভিন্ন পরামর্শ দেন।
আকাশ নিউজ ডেস্ক 



















