আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ভয় দেখাবে না। সোমবার ভার্চুয়াল আসিয়ান শীর্ষ সম্মেলনে নেতাদের উদ্দেশে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
চীন-আসিয়ান সম্পর্কের ৩০ বছর পূর্তিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ চীন সাগর নিয়ে সম্প্রতি চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর উত্তেজনা ক্রমেই বাড়ছে।
কিন্তু জিনপিং বলছেন, বেইজিং তার ছোট আঞ্চলিক প্রতিবেশীদের হয়রানি করবে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক মালিকানার দাবি নিয়ে সংঘাত চলছে এবং এই সংঘাতে ওয়াশিংটন থেকে টোকিও জড়িয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলা হয়েছে-চীন সবসময় আসিয়ানের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো সহযোগী ছিল, আছে এবং থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 



















