ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে: সাদ্দামের মা কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

‘আপনারা দিনের ভোট রাতে করেন’

আকাশ জাতীয় ডেস্ক:

সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি বলেন, তখন বোঝা যাবে- দল হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে কি থাকবে না।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

গত সোমবার যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আসুক।

এসব প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আপনারা ১৪টি বছর বিনাভোটে জোর করে ক্ষমতায় আছেন। ন্যূনতম সাহস থাকলে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতেন। ভীরু বলে সুষ্ঠু নির্বাচন দেন না, দিনের ভোট রাতে করেন। সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তখন বোঝা যাবে, দল হিসেবে ভবিষ্যতে কারা টিকে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না। কারণ সুষ্ঠু ভোট হলে জনগণ আপনাদেরকে পরিত্যাগ করবে। তাই সুষ্ঠু নির্বাচন দেওয়ার সৎ সাহস আপনাদের নেই।

তিনি আরও বলেন, বিনাভোটে ক্ষমতায় এসে আপনারা নাৎসিবাদ কায়েম করেছেন, জনগণকে পরিত্যাগ করেছেন। জনগণ কষ্টে থাকলেও আপনারা সেটা দেখতে পান না। জ্বালানি তেল ও পরিবহণ ভাড়া বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আপনারা লুটপাটে ব্যস্ত। এ সময় ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে ফরাসী বিপ্লবের সঙ্গে তুলনা করেন রিজভী।

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জিয়া স্মৃতি পাঠাগারের সাইদুর রহমান মিন্টু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

‘আপনারা দিনের ভোট রাতে করেন’

আপডেট সময় ১১:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি বলেন, তখন বোঝা যাবে- দল হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে কি থাকবে না।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

গত সোমবার যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আসুক।

এসব প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আপনারা ১৪টি বছর বিনাভোটে জোর করে ক্ষমতায় আছেন। ন্যূনতম সাহস থাকলে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতেন। ভীরু বলে সুষ্ঠু নির্বাচন দেন না, দিনের ভোট রাতে করেন। সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তখন বোঝা যাবে, দল হিসেবে ভবিষ্যতে কারা টিকে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না। কারণ সুষ্ঠু ভোট হলে জনগণ আপনাদেরকে পরিত্যাগ করবে। তাই সুষ্ঠু নির্বাচন দেওয়ার সৎ সাহস আপনাদের নেই।

তিনি আরও বলেন, বিনাভোটে ক্ষমতায় এসে আপনারা নাৎসিবাদ কায়েম করেছেন, জনগণকে পরিত্যাগ করেছেন। জনগণ কষ্টে থাকলেও আপনারা সেটা দেখতে পান না। জ্বালানি তেল ও পরিবহণ ভাড়া বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আপনারা লুটপাটে ব্যস্ত। এ সময় ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে ফরাসী বিপ্লবের সঙ্গে তুলনা করেন রিজভী।

বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জিয়া স্মৃতি পাঠাগারের সাইদুর রহমান মিন্টু প্রমুখ।