ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে এ ধরণের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এর আগেও এই মুখপাত্র ইউক্রেনের কাছে তুর্কি অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ওই দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার হোক তা চায় না রাশিয়া।

কিছু দিন আগে ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। এরই মধ্যে ইউক্রেন এসব ড্রোন সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে। দুনবাস এলাকার একটি তেল স্থাপনায় এসব ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলেও কোনো কোনো সূত্র দাবি করছে।

ক্রিমিয়ায় বসবাসকারী তাতারী সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছিল তুরস্ক।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় রাশিয়া। ওই বছরই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ক্রিমিয়া দখল করে নেয়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াইয়ে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

রুশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট ইউক্রেনকে সমর্থন দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি, তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে এ ধরণের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এর আগেও এই মুখপাত্র ইউক্রেনের কাছে তুর্কি অস্ত্র বিক্রির বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ওই দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার হোক তা চায় না রাশিয়া।

কিছু দিন আগে ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। এরই মধ্যে ইউক্রেন এসব ড্রোন সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে। দুনবাস এলাকার একটি তেল স্থাপনায় এসব ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলেও কোনো কোনো সূত্র দাবি করছে।

ক্রিমিয়ায় বসবাসকারী তাতারী সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছিল তুরস্ক।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় রাশিয়া। ওই বছরই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ক্রিমিয়া দখল করে নেয়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াইয়ে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

রুশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট ইউক্রেনকে সমর্থন দিচ্ছে।