আকাশ নিউজ ডেস্ক:
প্রিয়জনকে নিয়ে পাহাড়ে খোলা আকাশের নিচে থাকতে চান? বেশ তো ঘুরে আসুন সুইজারল্যান্ডের ওপেন এয়ার হোটেল নুল স্টার্ন।
বিশেষ এই হোটেলে না আছে ছাদ, না দেয়াল! তারপরও প্রকৃতির কোলে গড়ে ওঠা এই নুল স্টার্ন হোটেলে একবার উঠলে তা আপনার মনে থাকবে সারা জীবন।
সুইজারল্যান্ডের সুইস আল্পস পর্বতে নুল স্টার্ন হোটেল মনোরম পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় বলে এটি নবদম্পতিদের প্রথম পছন্দ।
২০১৬ সালে চালু হওয়া এই হোটেল মুক্ত আকাশের নিচেই ঘুমাতে হয়। সমুদ্রতট থেকে প্রায় ছয় হাজার ৪৬৩ ফুট উচ্চতায় অবস্থিত এই হোটেলের একরাতের ভাড়া প্রায় ২০ হাজার টাকা।
হোটেলে থাকার বিষয়টি অনেকাংশেই আবহাওয়ার ওপরে নির্ভর করে। তবে করোনাকালে হোটেলের বুকিং বন্ধ রয়েছে। ২০২২ সাল থেকে আবারও বুকিং করার সুযোগ পাবেন পর্যটকরা। জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
এখানে অতিথিদের জন্য রয়েছে তারকামানের হোটেলের সব ধরনের সুবিধা। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
আকাশ নিউজ ডেস্ক 
























