ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী নির্বাচন হবে মানুষের জীবন ও ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন : সালাহউদ্দিন চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ

শর্ত পূরণ হলে কোরীয় যুদ্ধ শেষ করতে রাজি উ. কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইও-জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি তাদের ‘বৈরী নীতির’ অবসান ঘটায় তাহলে তারা কোরীয় যুদ্ধ শেষ করার ব্যাপারে আলোচনা শুরু করতে আগ্রহী। কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আবেদন জানানোর পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

১৯৫০ সালে শুরু হয়ে ১৯৫৩ সালে শেষ হয়েছিল কোরীয় যুদ্ধ। এই যুদ্ধ শেষ হয়েছিল যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি। তখন থেকেই দেশ দুইটি টেকনিক্যালি যুদ্ধে লিপ্ত আছে। প্রায়ই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার আহ্বান জানান। এই যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর উত্তর কোরিয়ার পক্ষে ছিল চীন। বর্তমানে চীন উত্তর কোরিয়ার বৃহত্তম অর্থনৈতিক অংশীদার। দক্ষিণ কোরিয়া যুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি পক্ষকেই আহ্বান জানিয়েছে যেন আনুষ্ঠানিকভাবে এই যদ্ধের ইতি টানা যায়।

প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী এই ধারণাকে নাকচ করে দেন। তিনি এই প্রস্তাবকে ‘অকালপক্ক’ বলে উল্লেখ করেন। কিন্তু শুক্রবার অপ্রত্যাশিতভাবে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইও জং এই প্রস্তাবকে ‘প্রশংসাযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, যদি দক্ষিণ কোরিয়া তাদের ‘বৈরী নীতি’ থেকে সরে আসে তাহলে আলোচনার টেবিলে বসা সম্ভব।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘দক্ষিণ কোরিয়াকে দ্বিমুখী মনোভাব পরিহার করতে হবে। অযৌক্তিক কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। খারাপ অভ্যাস ও বৈরী নীতি পরিহার করতে হবে। নিজেরা যা করবে সেটি সঠিক আর উত্তর কোরিয়া আত্মরক্ষার জন্য মহড়া করলে সেটি অন্যায্য এমন অবস্থান থেকে সরে আসতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল

শর্ত পূরণ হলে কোরীয় যুদ্ধ শেষ করতে রাজি উ. কোরিয়া

আপডেট সময় ০৪:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইও-জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি তাদের ‘বৈরী নীতির’ অবসান ঘটায় তাহলে তারা কোরীয় যুদ্ধ শেষ করার ব্যাপারে আলোচনা শুরু করতে আগ্রহী। কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আবেদন জানানোর পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য এলো।

১৯৫০ সালে শুরু হয়ে ১৯৫৩ সালে শেষ হয়েছিল কোরীয় যুদ্ধ। এই যুদ্ধ শেষ হয়েছিল যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি। তখন থেকেই দেশ দুইটি টেকনিক্যালি যুদ্ধে লিপ্ত আছে। প্রায়ই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার আহ্বান জানান। এই যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর উত্তর কোরিয়ার পক্ষে ছিল চীন। বর্তমানে চীন উত্তর কোরিয়ার বৃহত্তম অর্থনৈতিক অংশীদার। দক্ষিণ কোরিয়া যুদ্ধের সঙ্গে জড়িত প্রতিটি পক্ষকেই আহ্বান জানিয়েছে যেন আনুষ্ঠানিকভাবে এই যদ্ধের ইতি টানা যায়।

প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী এই ধারণাকে নাকচ করে দেন। তিনি এই প্রস্তাবকে ‘অকালপক্ক’ বলে উল্লেখ করেন। কিন্তু শুক্রবার অপ্রত্যাশিতভাবে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইও জং এই প্রস্তাবকে ‘প্রশংসাযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, যদি দক্ষিণ কোরিয়া তাদের ‘বৈরী নীতি’ থেকে সরে আসে তাহলে আলোচনার টেবিলে বসা সম্ভব।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘দক্ষিণ কোরিয়াকে দ্বিমুখী মনোভাব পরিহার করতে হবে। অযৌক্তিক কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। খারাপ অভ্যাস ও বৈরী নীতি পরিহার করতে হবে। নিজেরা যা করবে সেটি সঠিক আর উত্তর কোরিয়া আত্মরক্ষার জন্য মহড়া করলে সেটি অন্যায্য এমন অবস্থান থেকে সরে আসতে হবে।’