আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পের সময় মেক্সিকোর আকাশে দেখা গেছে রহস্যময় নীল আলো। কয়েকজন নেটিজেন টুইটারে ওই ভিডিও আপলোড করেছেন।
বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুরেরো রাজ্যের সৈকত নিবাস আকাপুলকোর কাছে মঙ্গলবার গভীর রাতে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত একজন মারা যায়। বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়,একটি প্রধান মহাসড়কে পাথর পড়ে থাকতে দেখা যায়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেয়। সেসময় তারা আকাশে উজ্জ্বল নীল আলোর ঝলকানি দেখতে পান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রহস্যময় ওই আলো প্রায় মিনিটখানেক স্থায়ী ছিল বলে জানা গেছে।
নেটিজেনরা ওই আলোকে অভিহিত করেছেন পৃথিবীর শেষ সময়ের প্রতীক হিসেবে। যদিও রটগার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ট্রয় শিনব্রট এই তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেছেন, ওই নীল আলো মোটেও পৃথিবীর শেষ সময়ের সতর্কবার্তা নয়। বরং ভূমিকম্পের সময় আকাশে এ ধরনের আলো প্রায়ই দেখতে পাওয়া যায়। এটা মোটেও বিরল কোনো ঘটনা নয়।
আকাশ নিউজ ডেস্ক 

























