আকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাস নেই। বরং ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি তাদের দোসর ছিলেন। বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার আমলে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।
রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই দিনের সফরে রবিবার দুপুরে সিলেট আসেন। আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখবেন তারা।
এদিকে, সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক দেশের সাথে, বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেছেন। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন বলেই আজও কোটি হৃদয়ে তিনি বেঁচে আছেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 



















