ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

শরতে যেখানে স্বর্গ নামে

অাকাশ নিউজ ডেস্ক:

সেই মধ্যযুগীয় শহরটির সৌন্দর্যের বয়ান কখনও শেষ হবে না। শরতের সময় আমি সেখানে যেতে পারলে বিস্ময়ে হতভম্ব হয়ে পড়বেন। একটা শহর এত সুন্দর হতে পারে? মধ্যযুগীয় ডিজাইনের গড়ে ওঠা ভবনগুলো আপনাকে একটানে পুরনো সময়ে নিয়ে যাবে। নভেম্বরের শেষ নাগাদ এই শহরে শরতের স্বর্গ চোখে পড়বে।
ইংল্যান্ডের কাম্ব্রিয়া

এখানকার কথা বললে সবাই লন্ডনের কথাটাই আসে মাথায় আনেন। আরো অনে সুপরিচিত শহর আছে যেগুলোর নাম অহরহ শুনে থাকবেন। কিন্তু আপনি হয়তো কখনও কাম্ব্রিয়া আর তার শরতের কথা শোনেননি।
পর্যটকরা ইংল্যান্ডে গেলে এ শহরে একবার ঢুঁ মারলে বিশাল কিছু হারাবেন। এ শহরকে প্রায়ই ইংলিশ লেক ডিস্ট্রিক্ট নামে ডাকা হয়। সবুজ আর লালচে বনভূমি আর পাইনের বনের তামাম সৌন্দর্য প্রতিফলিত হয় জলের মাঝে।

স্কটল্যান্ডের পার্থশায়ার

এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এক স্থান স্কটল্যান্ড। এর মধ্যেও পার্থশায়ার তার আপন মহিমায় নিজের জানান দেয়। এটাকে অনেকেই ‘বিগ ট্রিস কান্ট্রি’ বলেন। কারণ, বিশাল বিশাল বৃক্ষগুলো সত্যিই বিস্ময়কর। ঘাসে ছাওয়া পাহাড়, অসম্ভব সুন্দর হলুদ আর লাল গাছ লেকের পানিতে স্বর্ণালি আভা ছড়িয়ে দেয়। শরৎ এখানে তার সবটুকু নিংড়ে দিতে একটুও দ্বিধা করে না।

স্পেনের আরাগন

পর্যটকরা স্পেনে যান গ্রীষ্ম উপভোগ করতে। কিন্তু তারা জানেন না যে, এখানে শরতের চেহারাটা কেমন হতে পারে। সেখানকার পাইরিনিয়ান মাউন্টেন রেঞ্জ শরতে কি দৃশ্য ধারণ করে তা বলে বোঝানো যাবে না। বর্ণনাতীত সৌন্দর্য ধারণ করে পাহাড়ের গায়ে বয়ে চলা জলপ্রপাত। সেখানে গেলে অবশ্যই শরতে যাবেন আর মন্টি পার্দিদো ন্যাশনাল পার্ক ভ্রমণ করতে ভুল করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

শরতে যেখানে স্বর্গ নামে

আপডেট সময় ০১:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

সেই মধ্যযুগীয় শহরটির সৌন্দর্যের বয়ান কখনও শেষ হবে না। শরতের সময় আমি সেখানে যেতে পারলে বিস্ময়ে হতভম্ব হয়ে পড়বেন। একটা শহর এত সুন্দর হতে পারে? মধ্যযুগীয় ডিজাইনের গড়ে ওঠা ভবনগুলো আপনাকে একটানে পুরনো সময়ে নিয়ে যাবে। নভেম্বরের শেষ নাগাদ এই শহরে শরতের স্বর্গ চোখে পড়বে।
ইংল্যান্ডের কাম্ব্রিয়া

এখানকার কথা বললে সবাই লন্ডনের কথাটাই আসে মাথায় আনেন। আরো অনে সুপরিচিত শহর আছে যেগুলোর নাম অহরহ শুনে থাকবেন। কিন্তু আপনি হয়তো কখনও কাম্ব্রিয়া আর তার শরতের কথা শোনেননি।
পর্যটকরা ইংল্যান্ডে গেলে এ শহরে একবার ঢুঁ মারলে বিশাল কিছু হারাবেন। এ শহরকে প্রায়ই ইংলিশ লেক ডিস্ট্রিক্ট নামে ডাকা হয়। সবুজ আর লালচে বনভূমি আর পাইনের বনের তামাম সৌন্দর্য প্রতিফলিত হয় জলের মাঝে।

স্কটল্যান্ডের পার্থশায়ার

এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এক স্থান স্কটল্যান্ড। এর মধ্যেও পার্থশায়ার তার আপন মহিমায় নিজের জানান দেয়। এটাকে অনেকেই ‘বিগ ট্রিস কান্ট্রি’ বলেন। কারণ, বিশাল বিশাল বৃক্ষগুলো সত্যিই বিস্ময়কর। ঘাসে ছাওয়া পাহাড়, অসম্ভব সুন্দর হলুদ আর লাল গাছ লেকের পানিতে স্বর্ণালি আভা ছড়িয়ে দেয়। শরৎ এখানে তার সবটুকু নিংড়ে দিতে একটুও দ্বিধা করে না।

স্পেনের আরাগন

পর্যটকরা স্পেনে যান গ্রীষ্ম উপভোগ করতে। কিন্তু তারা জানেন না যে, এখানে শরতের চেহারাটা কেমন হতে পারে। সেখানকার পাইরিনিয়ান মাউন্টেন রেঞ্জ শরতে কি দৃশ্য ধারণ করে তা বলে বোঝানো যাবে না। বর্ণনাতীত সৌন্দর্য ধারণ করে পাহাড়ের গায়ে বয়ে চলা জলপ্রপাত। সেখানে গেলে অবশ্যই শরতে যাবেন আর মন্টি পার্দিদো ন্যাশনাল পার্ক ভ্রমণ করতে ভুল করবেন না।