ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিএনপির প্রচারণা চালিয়ে চাকরি হারালেন মুয়াজ্জিন বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল

তালেবানের তৎপরতা ঠেকাতে আফগানিস্তানে কারফিউ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার শেষ সময় যতোই এগিয়ে আসছে তালেবানের তৎপরতাও ততো বাড়ছে। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তারা। তাই তালেবানকে রুখতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। কারফিউ অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত মানুষের চলাচল বন্ধ থাকবে। সূত্র: আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সহিংসতা ও তালেবানের তৎপরতা রুখতে ৩১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। তবে, কাবুল পঞ্জশির ও নানগারহার এই কারফিউ এর আওতামুক্ত থাকবে।’

গত দুই মাস ধরে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ছে। সম্প্রতি তালেবান দাবি করেছে যে, তারা আফগান ভূখণ্ডের ৮৫ শতাংশ দখল করে নিয়েছে। যদিও এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে বিদেশি সব সৈন্য চলে গেলে ছয় মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের সরকার পড়ে যেতে পারে।

এদিকে, আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য জরুরি তহবিল থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করা যাবে বলে অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব আফগান নাগরিক কাজ করেছেন তাদের পুনর্বাসনের জন্যই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের।

আফগানিস্তানে যারা যুক্তরাষ্ট্রের পক্ষে দোভাষী হিসেবে কাজ করেছেন এমন হাজারো আফগান নাগরিককে বিশেষ অভিবাসন ভিসা দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র চলে গেলে এসব মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাদের উপর হামলা করতে পারে তালেবান। সেই শঙ্কা থেকেই এমন উদ্যোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বিএনপির প্রচারণা চালিয়ে চাকরি হারালেন মুয়াজ্জিন

তালেবানের তৎপরতা ঠেকাতে আফগানিস্তানে কারফিউ

আপডেট সময় ০১:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার শেষ সময় যতোই এগিয়ে আসছে তালেবানের তৎপরতাও ততো বাড়ছে। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তারা। তাই তালেবানকে রুখতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। কারফিউ অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত মানুষের চলাচল বন্ধ থাকবে। সূত্র: আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সহিংসতা ও তালেবানের তৎপরতা রুখতে ৩১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। তবে, কাবুল পঞ্জশির ও নানগারহার এই কারফিউ এর আওতামুক্ত থাকবে।’

গত দুই মাস ধরে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ছে। সম্প্রতি তালেবান দাবি করেছে যে, তারা আফগান ভূখণ্ডের ৮৫ শতাংশ দখল করে নিয়েছে। যদিও এই বিষয়ের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য সরিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে বিদেশি সব সৈন্য চলে গেলে ছয় মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের সরকার পড়ে যেতে পারে।

এদিকে, আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য জরুরি তহবিল থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করা যাবে বলে অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব আফগান নাগরিক কাজ করেছেন তাদের পুনর্বাসনের জন্যই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের।

আফগানিস্তানে যারা যুক্তরাষ্ট্রের পক্ষে দোভাষী হিসেবে কাজ করেছেন এমন হাজারো আফগান নাগরিককে বিশেষ অভিবাসন ভিসা দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র চলে গেলে এসব মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাদের উপর হামলা করতে পারে তালেবান। সেই শঙ্কা থেকেই এমন উদ্যোগ।