ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর

যে সমাজে মেয়েকেই বিয়ে করতে হয় বাবাকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্থান, কাল পাত্রভেদে একই বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য ভিন্ন-ভিন্ন। কত বিচিত্র সংস্কৃতির এই পৃথিবী। আরো বিচিত্র পৃথিবীর মানুষের যাপিত জীবন। এক সমাজে যেটা প্রথা বা বিধি-বিধান অথবা সংস্কৃতি হিসেবে প্রচলিত ও স্বীকৃত, অন্য সমাজে তা দৃষ্টিকটু কিংবা অন্যায়। আর এসব নিয়ে পৃথিবী নামে গ্রহের বিচিত্র সমাজ ব্যবস্থা চলে আসছে আদিকাল থেকে। ভারতের আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় বসাবাস করা মান্ডি উপজাতি সম্প্রদায়ের মধ্যে। বাংলাদেশের মধুপুরে অল্প-স্বল্প মান্ডি উপজাতির বসবাস রয়েছে।

এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী- মেয়েদের জন্মদাতা বাবাকে বিয়ে করতে হয়। আর এজন্য বিয়ের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় মাকেই। অর্থাৎ স্বামীর কাছে নতুন স্ত্রী হিসেবে সপে দিতে হয় মেয়েকে।তাই এ সম্প্রদায়ের মেয়েদের শ্বশুর বাড়ি বলতে নিজের বাড়িটিই।

৩০ বছর বয়সী মান্ডি কন্যা অরোলা ডালবোটের জীবন কাহিনী বেশ করুণ। অরোলার ছোটবেলায় বাবা মারা যান। তখন তার মা নটেন নামে অন্য পুরুষকে বিয়ে করেন। পরে মায়ের নতুন স্বামীকে রীতি অনুযায়ী অরোলাকে বিয়ে করতে হয়।

যেখানে বাবাকেই বিয়ে করতে হয় মেয়েকে অরোলা বলেন, যখন বয়স বাড়তে থাকে, তখন একজন সুপুরুষকে স্বামী হিসেবে কল্পনা করতে শুরু করি। কিন্তু একদিন জানতে পেলাম তিন বছর বয়সে বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তখন সব ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করেছিল।

বর্তমানে বাবা নটেনের ঔরসজাত (বর্তমানে স্বামী) অরোলা তিন সন্তানের জননী। প্রথম ছেলে সন্তানের বয়স ১৬ বছর, দ্বিতীয় কন্যা সন্তানের বয়স ৯ বছর ও তৃতীয় কন্যা সন্তানের বয়স প্রায় দুই বছর। অরোলার মায়ের নটেনের ঔরসজাত দুই সন্তান। একজন ছেলে অপরজন মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে সমাজে মেয়েকেই বিয়ে করতে হয় বাবাকে

আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্থান, কাল পাত্রভেদে একই বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য ভিন্ন-ভিন্ন। কত বিচিত্র সংস্কৃতির এই পৃথিবী। আরো বিচিত্র পৃথিবীর মানুষের যাপিত জীবন। এক সমাজে যেটা প্রথা বা বিধি-বিধান অথবা সংস্কৃতি হিসেবে প্রচলিত ও স্বীকৃত, অন্য সমাজে তা দৃষ্টিকটু কিংবা অন্যায়। আর এসব নিয়ে পৃথিবী নামে গ্রহের বিচিত্র সমাজ ব্যবস্থা চলে আসছে আদিকাল থেকে। ভারতের আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় বসাবাস করা মান্ডি উপজাতি সম্প্রদায়ের মধ্যে। বাংলাদেশের মধুপুরে অল্প-স্বল্প মান্ডি উপজাতির বসবাস রয়েছে।

এই সম্প্রদায়ের রীতি অনুযায়ী- মেয়েদের জন্মদাতা বাবাকে বিয়ে করতে হয়। আর এজন্য বিয়ের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় মাকেই। অর্থাৎ স্বামীর কাছে নতুন স্ত্রী হিসেবে সপে দিতে হয় মেয়েকে।তাই এ সম্প্রদায়ের মেয়েদের শ্বশুর বাড়ি বলতে নিজের বাড়িটিই।

৩০ বছর বয়সী মান্ডি কন্যা অরোলা ডালবোটের জীবন কাহিনী বেশ করুণ। অরোলার ছোটবেলায় বাবা মারা যান। তখন তার মা নটেন নামে অন্য পুরুষকে বিয়ে করেন। পরে মায়ের নতুন স্বামীকে রীতি অনুযায়ী অরোলাকে বিয়ে করতে হয়।

যেখানে বাবাকেই বিয়ে করতে হয় মেয়েকে অরোলা বলেন, যখন বয়স বাড়তে থাকে, তখন একজন সুপুরুষকে স্বামী হিসেবে কল্পনা করতে শুরু করি। কিন্তু একদিন জানতে পেলাম তিন বছর বয়সে বাবার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তখন সব ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করেছিল।

বর্তমানে বাবা নটেনের ঔরসজাত (বর্তমানে স্বামী) অরোলা তিন সন্তানের জননী। প্রথম ছেলে সন্তানের বয়স ১৬ বছর, দ্বিতীয় কন্যা সন্তানের বয়স ৯ বছর ও তৃতীয় কন্যা সন্তানের বয়স প্রায় দুই বছর। অরোলার মায়ের নটেনের ঔরসজাত দুই সন্তান। একজন ছেলে অপরজন মেয়ে।