আকাশ স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ‘এ’ দলের কোন সফর নেই। বিসিবি অনেক চেষ্টা করেও পারেনি ‘এ’ দলের কোন সফর বের করতে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দলের সাথে কথা চললেও সফর করা হয়ে উঠেনি বাংলাদেশ যুব তারকাদের। কারণ বাংলাদেশ জাতীয় দলের নতুন তরুণ তারকারা অনেকেই ‘এ’ দলের। তাই বাংলাদেশের খেলা থাকলে সফর হয়ে উঠে না তাদের।
তবে এবার সেই পথ বদলাচ্ছে বিসিবি। বিসিবির হাই পারফর্মেন্স (এইচপি) দল এই বছরেই অস্ট্রেলিয়া সফর শেষে ইংল্যান্ড সফর করছে। হাই পারফর্মেন্স দলের হয়ে খেলা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ ‘এ’ দল বাছাই করা হবে। সুখবর হচ্ছে, লম্বা বিরতির পর ‘এ’ দলের বিদেশ সফর না পেলেও ঘরের মাঠে আয়ারল্যান্ড ‘এ’ দলকে পাচ্ছে যুব টাইগাররা।
অক্টোবরেই একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে আইরিশরা। সিরিজের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়াম ও শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের সফর সূচি:
৭ অক্টোবর: বাংলাদেশে পা রাখবে আইরিশরা।
৯-১২ অক্টোবর: একমাত্র চার দিনের ম্যাচ (সিলেট ক্রিকেট স্টেডিয়াম)।
১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ (শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)।
আকাশ নিউজ ডেস্ক 























