আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ এবং পল্টন থানায় দুটি করে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়।
ইতোমধ্যে আসামিদের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল, ভাটারা ও উত্তরার আজমপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আকাশ নিউজ ডেস্ক 



















