অাকাশ বিনোদন ডেস্ক:
এবার ঈদে বেশ কয়েকটি মিঊজিক ভিডিও বের হয়েছে। এরই মধ্যে সাফল্যের ছাপ রেখেছে পাপিয়া মায়ার পরিচালনায় আরেফিন রুমী ও পড়শির “সত্যি করে বলো” এবং সায়েদ অমি’র “ওরে প্রিয়া” গান দুটি। গান দুটির মিউজিক্যাল শর্ট ফিল্ম শ্রোতাদের অনেক পছন্দ হয়েছে। সে গান দুটি এখন অনেকের মুখেই শোনা যায়।
পাপিয়া মায়া প্রথমে মিঊজিক ভিডিও এর মডেল হিসেবে অনেক খ্যাতি ছিলো। নাটক-সিনেমা থেকেও অনেক অফার এসেছিলো। তবে ফ্যামিলি মিডিয়া সাপোর্ট না করায় ছেড়ে দেন মিডিয়া জগত। তারপর হঠাৎ মাথায় আসে, পরিচালক হওয়ার। তারপর এক বন্ধুর সহায়তায় শুরু হয় পরিচালনার জগত। গানের মিউজিক ভিডিওটাকে মিউজিক্যাল শর্ট ফিল্ম বানিয়ে এখন সাফল্যের সিঁড়িতে পাপিয়া মায়া।
পাপিয়া মায়ার গান দুটিঃ
আরেফিন রুমী ও পড়শির “সত্যি করে বলো”
সায়েদ অমি’র “ওরে প্রিয়া”
আকাশ নিউজ ডেস্ক 





















