ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

অর্থনৈতিক সম্পর্ক বৃহৎ পরিসরে নিতে সম্মত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আকাশ জাতীয় ডেস্ক:  

অর্থনৈতিক সম্পর্কে বড় পরিসরে আরও ভিন্ন মাত্রায় গুরুত্ব দিয়ে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। অংশীদারিত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সম্মত হয়েছে দু’দেশ।

প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রে ইকোনমিক অ্যাফেয়ার্স-সংক্রান্ত আন্ডার সেক্রেটারি ফর স্টেট কিথ ক্রাচ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বুধবার এসব তথ্য জানানো হয়।

আলোচনায় সালমান এফ রহমান দু’দেশের অংশীদারিত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন। বাংলাদেশ প্রতিবেশী, আঞ্চলিক ও বৈশ্বিক শীর্ষ দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে অর্থনৈতিক কূটনীতি অব্যাহত রাখবে বলে তিনি জানান।

তিনি দু’দেশের অংশীদারিত্ব বৃদ্ধিতে বিদ্যমান এবং নতুন উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বিশেষ করে নভেল করোনাভাইরাস মহামারী (কোভিড-১৯) প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ কৃষি, নির্ভরযোগ্য ডিজিটাল নীতি, আইসিটি, সুনীল অর্থনীতি, জ্বালানি, রেল-সড়কসহ অন্যান্য কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

মার্কিন আন্ডার সেক্রেটারি ক্রাচ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশে মার্কিন পণ্য ও সেবার জন্য বৃহৎ জনগোষ্ঠী, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় মধ্যবিত্ত শ্রেণিসহ ব্যাপক বাজার সম্ভাবনার কথা তুলে ধরে।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি ও বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য আছে ট্রেড অ্যান্ড বাণিজ্য কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) শীর্ষক ফোরাম।

তবে এর বাইরে অর্থনৈতিক সম্পর্কে বৃহৎ পরিসরে দিয়ে এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ, তিনজনের মৃত্যু

অর্থনৈতিক সম্পর্ক বৃহৎ পরিসরে নিতে সম্মত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

অর্থনৈতিক সম্পর্কে বড় পরিসরে আরও ভিন্ন মাত্রায় গুরুত্ব দিয়ে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। অংশীদারিত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সম্মত হয়েছে দু’দেশ।

প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রে ইকোনমিক অ্যাফেয়ার্স-সংক্রান্ত আন্ডার সেক্রেটারি ফর স্টেট কিথ ক্রাচ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বুধবার এসব তথ্য জানানো হয়।

আলোচনায় সালমান এফ রহমান দু’দেশের অংশীদারিত্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন। বাংলাদেশ প্রতিবেশী, আঞ্চলিক ও বৈশ্বিক শীর্ষ দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে অর্থনৈতিক কূটনীতি অব্যাহত রাখবে বলে তিনি জানান।

তিনি দু’দেশের অংশীদারিত্ব বৃদ্ধিতে বিদ্যমান এবং নতুন উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বিশেষ করে নভেল করোনাভাইরাস মহামারী (কোভিড-১৯) প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ কৃষি, নির্ভরযোগ্য ডিজিটাল নীতি, আইসিটি, সুনীল অর্থনীতি, জ্বালানি, রেল-সড়কসহ অন্যান্য কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

মার্কিন আন্ডার সেক্রেটারি ক্রাচ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশে মার্কিন পণ্য ও সেবার জন্য বৃহৎ জনগোষ্ঠী, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় মধ্যবিত্ত শ্রেণিসহ ব্যাপক বাজার সম্ভাবনার কথা তুলে ধরে।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি ও বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য আছে ট্রেড অ্যান্ড বাণিজ্য কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) শীর্ষক ফোরাম।

তবে এর বাইরে অর্থনৈতিক সম্পর্কে বৃহৎ পরিসরে দিয়ে এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।