ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা

সাকিবদের নিষ্প্রাণ বোলিংয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মুশফিকদের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারী অস্ট্রেলিয়া। মুস্তাফিজের বলে দারুণ এক ক্যাচ তালুবন্দি করে ম্যাট রেনশোকে সাজ ঘরে ফেরান মুশফিক।

তারপর শুরুর ধাক্কাটা সামলে নেয় স্মিথ-ওয়ার্নারে ৯৩ রানের জুটি। সেই জুটিতে ইনিংসের প্রথম বলেই ছিড় ধরান স্পিনার তাইজুল ইসলাম। অর্ধশতকের পর ৫৮ রানে ফিরে যান অজি অধিনায়ক।

এরপর পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনটি নিশ্চিন্তে পার করেছেন ঢাকা টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার। অপরাজিত আছেন ৮৮ রানে। আর হ্যান্ডসকম্ব ৬৯ রানে। আর তাদের ১২৭ রানে জুটির ওপর ভর করে দিন শেষে  সফকারীদের সংগ্রহ ২২৫/২। ৮০ রানে পিছিয়ে অতিথিরা।

এর আগে মুশফিক, সাব্বির ও নাসির হোসেনের ব্যাটে ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: 
৬৪ ওভারে ২২৫/২ (রেনশ ৪, ওয়ার্নার ৮৮*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৬৯*; মিরাজ ০/৫৩, মুস্তাফিজ ১/৪৫, সাকিব ০/৫২, তাইজুল ১/৫০, নাসির ০/৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিবদের নিষ্প্রাণ বোলিংয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মুশফিকদের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারী অস্ট্রেলিয়া। মুস্তাফিজের বলে দারুণ এক ক্যাচ তালুবন্দি করে ম্যাট রেনশোকে সাজ ঘরে ফেরান মুশফিক।

তারপর শুরুর ধাক্কাটা সামলে নেয় স্মিথ-ওয়ার্নারে ৯৩ রানের জুটি। সেই জুটিতে ইনিংসের প্রথম বলেই ছিড় ধরান স্পিনার তাইজুল ইসলাম। অর্ধশতকের পর ৫৮ রানে ফিরে যান অজি অধিনায়ক।

এরপর পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনটি নিশ্চিন্তে পার করেছেন ঢাকা টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার। অপরাজিত আছেন ৮৮ রানে। আর হ্যান্ডসকম্ব ৬৯ রানে। আর তাদের ১২৭ রানে জুটির ওপর ভর করে দিন শেষে  সফকারীদের সংগ্রহ ২২৫/২। ৮০ রানে পিছিয়ে অতিথিরা।

এর আগে মুশফিক, সাব্বির ও নাসির হোসেনের ব্যাটে ভর করে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: 
৬৪ ওভারে ২২৫/২ (রেনশ ৪, ওয়ার্নার ৮৮*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৬৯*; মিরাজ ০/৫৩, মুস্তাফিজ ১/৪৫, সাকিব ০/৫২, তাইজুল ১/৫০, নাসির ০/৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

বাংলাদেশ ১ম ইনিংস:
১১৩.২ ওভারে ৩০৫ (তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*; কামিন্স ০/৪৬, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)