আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর মহানগরীর পূবাইলে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম(৫২), নূরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮) ও স্বর্ণের দোকানি দুলাল বর্মণ। নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ডাকাতির লুণ্ঠিত আট ভরি সোনাসহ ডাকাতিতে ব্যবহার করা একটি পিকআপভ্যান ও অস্ত্র উদ্ধার করা হয় এ সময়।
শুক্রবার বেলা ১১টায় পূবাইল মেট্রোপলিটন থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ১৭ জুলাই ভোরে ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। তার পর থেকেই পার্শ্ববর্তী নরসিংদী জেলাসহ বিভিন্ন জেলায় অবিরাম অভিযান পরিচালনা করা হয় পুলিশের পক্ষ থেকে। অল্পের জন্য কয়েকবার অভিযান ব্যর্থতার পর বৃহস্পতিবার সাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী আট ভরি সোনা ও দেশীয় অস্ত্র উদ্ধার করি।
উল্লেখ্য, ১৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পূবাইলের কুদাব এলাকার হোসেন পালোয়ানের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণ ও ব্যবসার ১০ লাখ টাকা লুট করেছিল ডাকাতরা। এ ঘটনায় হোসেন পালোয়ান বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা করেছিলেন অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে।
আকাশ নিউজ ডেস্ক 
























