আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট সম্পাদক আবু সাঈদের (৬১) মৃত্যু হয়েছে।
রোববার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
আবু সাঈদ সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি শহরের মুন্সিপাড়া এলাকায়।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল চায়না-বাংলায় চিকিৎসাধীন ছিলেন আবু সাঈদ। সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। আবু সাঈদ ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে আসে।
আকাশ নিউজ ডেস্ক 



















