অাকাশ নিউজ ডেস্ক:
হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের চৌডালা এলাকার পুষ্করনির পাড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটও এই অভিযানে অংশ নেয়।
গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।