আকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে করোনা উপসর্গে আবদুর রাজ্জাক (৬৯) নামে জনতা ব্যাংকের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দিনগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহী মহানগরের ফুদকিপাড়া এলাকার এ বাসিন্দা মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।
শনিবার (২৭ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে রামেকে ভর্তি হন আবদুর রাজ্জাক। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার উদ্দেশ্যে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান সাইফুল ফেরদৌস।
আকাশ নিউজ ডেস্ক 



















