আকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রীর উপ-প্রেস-১ সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন (৭৯)ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
সোমবার ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আনোয়ার হোসেন বুকে ব্যথা অনুভব করছিলেন।ভোরে তিনি মারা যান।
মৃত্যুকালে আনোয়ার হোসেন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রীর শোক: আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















