অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের চর পার্বতী এলাকার মো. দুলালের ছেলে মোহাম্মদ শিমুল (১৮) ও সুনামগঞ্জের মঙ্গল আলীর পুত্র মোহাম্মদ শহীদ।
বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বড় কুমরিায় একটি নির্মাণাধীন ভবনের ওপরে লোহা তোলার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিন শ্রমিক।
সকাল ১০টার দিকে দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে শিমুল ও শহীদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























