আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি স্পিনিং মিলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেমি পাকা টিনশেডের পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুন লাগার সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















