আকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রতিবন্ধী শিশুর (৬) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে নভেল করোনাভাইরাসে দুজনের মৃত্যু হলো।
এর আগে সাতকানিয়া উপজেলায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করে করোনাভাইরাস ধরা পড়ে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পটিয়ার হাইদগাঁও থেকে আনা শিশুটি জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় ভুগছিল।
রোববার গভীর রাতে নভেল করোনাভাইরাস শনাক্তের পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে সেখানেই শিশুটির মৃত্যু হয়।
পটিয়ায় ওই শিশুর দাফনের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
আকাশ নিউজ ডেস্ক 



















