অাকাশ জাতীয় ডেস্ক:
টেকনাফে ইয়াবা পাচারের সময় বিজিবির এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা বালিকা মাদ্রাসার সামনে বাস থেকে তাকে আটক করা হয়।
আটক বিজিবি সদস্য (৭৫৭২১) মো. এনামুল হক (৩৫) ঢাকা দক্ষিণ কাফরুলের মৃত হামিদুল হকের ছেলে। সে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে কর্মরত ছিল।
পুলিশ জানায়, হ্নীলা বালিকা মাদ্রাসার সামনে সড়কে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস নামের একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বিজিবি সদস্যকে আটক করা হয়। সে বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশি করে পুলিশ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে টেকনাফ ২ বিজিবিতে কর্মরত সহকারী সিপাহি বলে নিশ্চিত হওয়া গেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















